
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও ছেলে।
শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পালিত গরুটি ছুটে গিয়ে এক ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চার্জে রাখা ছিল। গরুটি দৌড়াদৌড়ি করতে করতে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়। গরুকে বাঁচাতে প্রথমে এগিয়ে যান জামাল হোসেন (৩০)। কিন্তু তিনি নিজেও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আটকা পড়েন। এরপর জামালের মা কমলা বেগম (৭০) ছেলেকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
পরিবারের আরেক সদস্য জামালের বোন নাজমা, কিছুক্ষণ পর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মা ও ভাইকে সরিয়ে নেন। কিন্তু ততক্ষণে দুজনেই মৃত অবস্থায় পড়েছিলেন।
স্থানীয় ইউপি সদস্য রশিদুল ইসলাম জানান, “জামাল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার এখন গভীর সংকটে পড়েছে। জামালের স্ত্রী শোকে বাকরুদ্ধ, পরিবারের সবাই অসহায় হয়ে পড়েছেন।”
গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।”
মিরাজ খান