ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মাদারীপুরে মাশরুম চাষ সম্প্রসারণের লক্ষে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ও কালকিনি

প্রকাশিত: ১১:৩৯, ১৭ মে ২০২৫; আপডেট: ১১:৩৯, ১৭ মে ২০২৫

মাদারীপুরে মাশরুম চাষ সম্প্রসারণের লক্ষে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

'কৃষিই সমৃদ্ধি' এই শ্লোগানকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের উদ্যোগে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরন প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে মাদারীপুর হর্টিকালচার সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ ছাইফুল আলম। এসময় উপস্থিত ছিলেন খামারবাড়ি হর্টিকালচারের পরিচালক কৃষি কৃষিবিদ এসএম সেহরাব উদ্দিন, প্রকল্প পরিচালক কৃষিবিদ ডক্টর মোছা. আখতার জাহান কাঁকন ও কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস প্রমুখ।

মুমু

×