
ছবি : সংগৃহীত
ইসরাইলের তেল আবিব থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে জানিয়েছেন হুথিদের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারী।
এই হামলার ফলে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। হুথিদের দাবি অনুযায়ী, হামলার পর তেলআবিব ও আশপাশের এলাকায় বসবাসকারী বহু অবৈধ বসতি স্থাপনকারী নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে গেছে।
এর আগে, সপ্তাহখানিক আগেও একই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুথিরা। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমন আক্রমণ ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারী এক বিবৃতিতে বলেন, "এই হামলা ছিল ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলের বর্বরতা ও গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে একটি প্রতিশোধমূলক জবাব।" তিনি আরও বলেন, "ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের দেশের স্বাধীনতাকামী জনগণের পাশাপাশি ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা পোষণ করছে।"
হুথিদের পক্ষ থেকে জানানো হয়, যতক্ষণ না গাজার ওপর ইসরাইলি আগ্রাসন এবং অবরোধ সম্পূর্ণরূপে বন্ধ হচ্ছে, ততক্ষণ ইয়েমেন সামরিক অভিযান আরও জোরদার ও সম্প্রসারিত করবে। এছাড়াও তারা বেনগুরিয়ন বিমানবন্দরে পূর্ণ আকাশপথ অবরোধ এবং লোহিত ও আরব সাগরে ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোরও হুমকি দিয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, হুথিদের এই হামলা মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। ইসরাইলি জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যা কেবল সামরিক স্থাপনাগুলোকেই নয় বরং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে।
হুথিদের উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং তাদের নির্ভুল লক্ষ্যভেদ করার সক্ষমতা ইসরাইলের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ হামলার প্রেক্ষিতে ইসরাইল কী ধরনের প্রতিক্রিয়া জানায়, তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষিতে হুথিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, শুধুমাত্র সামরিক পদক্ষেপ নয়, বরং একটি মানবিক ও নৈতিক দায়িত্ববোধ থেকেই তারা এই অভিযান চালিয়ে যাচ্ছে।
আঁখি