ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মুম্বাই বিমানবন্দর ও তাজ মহল প্যালেস হোটেলে বোমা হামলার হুমকি

প্রকাশিত: ১৪:০৭, ১৭ মে ২০২৫

মুম্বাই বিমানবন্দর ও তাজ মহল প্যালেস হোটেলে বোমা হামলার হুমকি

ছবি : সংগৃহীত

মুম্বই আবারও চাঞ্চল্যের মুখে। তাজ মহল প্যালেস হোটেল এবং ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে মুম্বই পুলিশকে। শুক্রবার পাঠানো এই হুমকি-ইমেলের পরই দুই জায়গায় নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে।

 


সূত্র অনুযায়ী, ইমেলটিতে উল্লেখ করা হয় যে, তাজ হোটেল ও বিমানবন্দরকে উড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে দাবি করা হয়, ২০০১ সালের সংসদ হামলায় অভিযুক্ত আফজ়ল গুরুর সঙ্গে নাকি অন্যায় করা হয়েছিল। আফজ়ল গুরুকে ওই ঘটনায় ফাঁসি দেওয়া হয়েছিল।


ইমেল পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নেয় মুম্বই পুলিশ। বিমানবন্দর পুলিশ প্রাথমিক তদন্তে জানায়, এটি একটি ভুয়ো হুমকি। ঘটনার তদন্তে একটি এফআইআর দায়ের করে কাজ শুরু করেছে পুলিশ। হুমকিদাতাদের পরিচয় এবং তাদের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

 

 


২০০৮ সালের ২৬/১১-র মুম্বই জঙ্গি হামলার স্মৃতি এখনও দেশের মানুষ ভুলে যাননি। ওই হামলায় তাজ হোটেলসহ একাধিক জায়গায় তাণ্ডব চালায় পাকিস্তানি জঙ্গিরা, প্রাণ হারিয়েছিলেন ১৬৪ জন, আহত হন ৩০০-রও বেশি।

সেই ঘটনার পর থেকেই মুম্বইয়ের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়, চালানো হয় ‘অপারেশন সিঁদুর’। নতুন করে পাওয়া এই হুমকির প্রেক্ষিতে আরও কড়া করা হয়েছে নিরাপত্তা, বিশেষ করে হাই-প্রোফাইল এলাকাগুলিতে। পুলিশ এই ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে।

আঁখি

×