
ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় মাত্র দুই দিনেই নিহত হয়েছেন ২৫০ জনের বেশি মানুষ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই হামলা বর্তমানে অন্যতম ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। ইসরায়েল বলেছে, তারা গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে।
একই সময়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমাদের উভয় পক্ষের দিকে নজর দিতে হবে। অনেক মানুষ গাজায় না খেয়ে আছে।” তিনি গাজাবাসীদের মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা শুধু ইসরায়েল নয়, ফিলিস্তিনের বিষয়েও ভাবতে হবে।”
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার বেশিরভাগ অংশই গাজার উত্তরাঞ্চলে হয়েছে, যেখানে ডজনখানেক মানুষ শুক্রবার রাতে নিহত হয়েছেন। মার্চে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ বোমাবর্ষণের ধাপগুলোর একটি।
ইসরায়েল গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ায় সংকট আরও বেড়েছে। জাতিসংঘ ও রেড ক্রস জানিয়েছে, প্রায় ৬০,০০০ শিশু অপুষ্টিতে ভুগছে এবং রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ ফুরিয়ে যাচ্ছে। গাজাবাসীদের মধ্যে দুর্ভিক্ষের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে।
ইসরায়েল জানিয়েছে, তাদের লক্ষ্য হামাস নির্মূল করা, যারা গত বছরের অক্টোবরে ভয়াবহ হামলা চালিয়েছিল। অভিযানে এখন পর্যন্ত ৫৩,০০০ জন নিহত ও প্রায় পুরো গাজা উপত্যকার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এক মানবিক সংকটে পড়ে গাজা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।
সূত্র: https://timesofindia.indiatimes.com/world/middle-east/people-are-starving-says-donald-trump-as-israeli-strikes-kill-over-250-in-gaza-in-two-days/articleshow/121228553.cms
এএইচএ