
ছবিঃ সংগৃহীত
ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) গাজায় একের পর এক সুনির্দিষ্ট বিমান হামলা চালাচ্ছে, যার মূল উদ্দেশ্য হামাসকে শক্তিশালী অবস্থান থেকে ধ্বংস করা। এই অভিযানটি শুরু হয়েছে কয়েকদিন আগে ইসরায়েল সরকারের একটি ঘোষণার পর, যেখানে জানানো হয়েছিল যে, তারা হামাসকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্য নিয়ে কাজ করছে। গাজার বিভিন্ন স্থানেই এখন এই আক্রমণগুলি লক্ষ্যভিত্তিকভাবে পরিচালিত হচ্ছে, যাতে হামাসের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা যায়।
গাজা থেকে আসা চিত্রগুলোতে এসব আক্রমণের ক্ষয়ক্ষতির স্পষ্ট প্রমাণ দেখা যাচ্ছে, এবং এই পরিস্থিতি সেখানে বসবাসরত সাধারণ মানুষের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। ইসরায়েল এই অভিযানকে আরও তীব্র করতে চলেছে, তাদের লক্ষ্য হামাসের শক্তি সুষমভাবে দুর্বল করা। তবে এই আক্রমণগুলি শুধু সামরিক বাহিনীকে লক্ষ্য করছে না, বরং গাজার সাধারণ মানুষও এর শিকার হচ্ছেন, যা পুরো অঞ্চলের জন্য একটি অতি সূক্ষ্ম এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করছে।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1PMciqR1Cm/
মারিয়া