ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

দক্ষতা ও পেশাদারিত্বের প্রতীক: বিমানের ৭৫ প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট বিল্লাহ

প্রকাশিত: ০৭:৫৯, ১৭ মে ২০২৫; আপডেট: ০৮:০০, ১৭ মে ২০২৫

দক্ষতা ও পেশাদারিত্বের প্রতীক: বিমানের ৭৫ প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট বিল্লাহ

ছবি: সংগৃহীত

সাধারণ একটি দিনের মতই স্বাভাবিক ছিল দিনটি। কক্সবাজার বিমানবন্দর থেকে উড়াল দেয় বিজি ৪৩৬ ফ্লাইটটি। এতে ৭১ জন যাত্রীসহ কেবিন ক্রু ও বিমানচালক মিলিয়ে মোট ছিলেন ৭৫ জন। কিন্তু কে জানত আকাশে ওড়ার মুহূর্তেই খুলে পড়ে যাবে বিমানের ল্যান্ডিং গিয়ারের একপাশের চাকা।

চাকা খুলে যাওয়ার পরে মুহূর্তেই হুমকির মুখে পড়ে বিমানের পাইলট, কেবিন ক্রু ও ৭১ জন যাত্রীর জীবন। কক্সবাজার থেকে ঢাকাগামী ফ্লাইটটিতে ছড়িয়ে পড়ে এক অদৃশ্য আতঙ্ক। তবে রুদ্ধশ্বাস এই পরিস্থিতিকে সাহসিকতা, দক্ষতা আর পেশাদারিত্ব দিয়ে এক জীবন্ত উদাহরণে পরিণত করেন ফ্ল্যাইটের পাইলট ইনকমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লাহ।

চাকাহীন বিমানটিকে নিরাপদে অবতরণের জন্য যা যা প্রয়োজন, তার সবকিছুই তিনি করেন সময়মতো। ক্যাপ্টেন জামিল বিল্লাহ দ্রুত সংকেত পাঠান ঢাকার কন্ট্রোল টাওয়ারে, জরুরি অবতরণ করতে চান তিনি। বার্তা পাওয়ার পরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও প্রস্তুতি সেরে ফেলে। রানাওয়ের আশেপাশে প্রস্তুত থাকে ফায়ার সার্ভিস, গ্রাউন্ড ক্রু ও ইঞ্জিনিয়ারিং টিম।

অবশেষে আসে সেই মুহূর্ত, পাইলট জামিল বিল্লাহর অসামান্য দক্ষতায় দুপুর ২টা ২২ মিনিটে বিমানটি তিনি ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করাতে সক্ষম হন, আর নিখুঁত অবতরণে বেঁচে যায় বিমানে থাকা সবকটি প্রাণ।

বিমানটি অবতরণের সময়ে ধারণ করা একটি ভিডিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়। সেখানে দেখা যায়, বিমানটি যখন রানওয়ে স্পর্শ করে, তখন সেটি একপাশে কিছুটা হেলে গিয়ে স্লিপ করছিল। মনে হচ্ছিল, এক চাকার উপরে যেন বেশি চাপ না পড়ে, সেজন্য পাইলট বিমানটি কিছুটা কাত করে রানওয়ে স্পর্শ করিয়েছেন।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিমানটি অবতরণের পর ক্যাপ্টেন জামিল বিল্লাহর দক্ষতা ও বিচক্ষণতায় যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিমান কর্তৃপক্ষও জামিল বিল্লাহর এ দক্ষতায় মুগ্ধ হয়েছেন। তাঁর ৮ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা রয়েছে বলেও জানানো হয়।

এদিকে ফ্লাইট এর চাকা খুলে পড়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=8O2Ub9iQQzc

রাকিব

×