
ছবিঃ সংগৃহীত
নেপাল সীমান্তবর্তী ভারতীয় এলাকায় অননুমোদিত ধর্মীয় স্থাপনা এবং অবৈধ দখলবিরোধী অভিযান চালিয়ে এবার উত্তরপ্রদেশ রাজ্যের সাতটি জেলায় মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে। এর আগেও অবৈধ স্থাপনা দাবি করে মুসলিমদের ঘরবাড়ি এবং মসজিদ ভাঙচুর করার ঘটনা ঘটেছে। এবার, ২৮০টি ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।
প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, এই স্থাপনাগুলো ছিল অবৈধ, যেগুলো যথাযথ অনুমতি ছাড়াই নির্মিত হয়েছিল। অভিযানের আওতায় আসা জেলাগুলো হলো মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, শ্রাবস্তী, বাহুরাইশ, লাখিমপুর খেরি এবং পিলভিট। এসব জেলাগুলো ভারত-নেপাল সীমান্তের কাছে অবস্থিত।
ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ২২৫টি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার এবং ৬টি ঈদগাহ। রাজ্য প্রশাসন দাবি করছে, এসব স্থাপনা অবৈধভাবে নির্মিত হয়েছিল, যা স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্থাপন করা হয়।
এদিকে, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈষরণ উপত্যকায় এক সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। নিহতদের অধিকাংশই পুরুষ এবং হিন্দু ধর্মাবলম্বী ছিল। দায় স্বীকার করে বিবৃতি দেয় সন্ত্রাসী সংগঠন 'দ্য রেজিস্টেন্স ফ্রন্ট' (টিআরএফ), যা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরভিত্তিক লস্কর-ই-তৈবার একটি শাখা বলে ধারণা করা হয়।
ভারতের কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশ রাজ্যের বিজেপি সরকারের অভিযোগ, এসব অবৈধ ধর্মীয় স্থাপনা উগ্রবাদ ও সন্ত্রাসবাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার কারণে এ ধরনের অভিযান চালানো হয়েছে।
মারিয়া