ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মেলোনির সম্মানে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৭, ১৭ মে ২০২৫

মেলোনির সম্মানে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

আলবেনিয়ায়  অনুষ্ঠিত হচ্ছে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন। ইউরোপের প্রায় সব দেশের শীর্ষ নেতারা এতে অংশ নিতে এখন দেশটির রাজধানী তিরানায় উপস্থিত। সম্মেলনের উদ্বোধনী দিনে অতিথিদের জন্য লাল গালিচা সংবর্ধনার আয়োজন করে আলবেনিয়া। আর সেই লাল গালিচাতেই ঘটল এক ব্যতিক্রমী ঘটনা।

সম্মেলনে যোগ দিতে লাল গালিচায় পা রাখেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাকে স্বাগত জানাতে গিয়ে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়েন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রামা মেলোনির সামনে হাঁটু গেড়ে বসে দু'হাতনমস্তেভঙ্গিতে সামনে ধরে অভ্যর্থনা জানান। মেলোনি এই দৃশ্য দেখে হেসে ফেলেন এবং পরে রামার দিকে এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করেন। রামা তাঁকে "আমার ইতালিয়ান বোন" বলে সম্বোধন করেন।

শুধু মেলোনিই নয়, অন্যান্য নেতাদের সঙ্গেও রামা রসিকতা করতে ভোলেননি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে স্বাগত জানিয়ে রামা বলেন, “এই যে সূর্যের রাজা!” আর যুক্তরাজ্যের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “বৃষ্টি যে হবে, তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। এখন এটি ইউরোপীয় আবহাওয়া গবেষণা প্রতিষ্ঠান থেকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিতএই বৃষ্টির উৎস হচ্ছে ব্রিটিশ প্রতিনিধিদল!”

প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শুক্রবার (১৬ মে) সকালে রামা একটি নীল ছাতা ঘুরিয়ে লাল গালিচায় সম্মেলনের সূচনা করেন। ইউরোপের ৪০ জনের বেশি রাষ্ট্রপ্রধানকে তিনি হাসিমুখে আন্তরিকভাবে স্বাগত জানান।

সম্মেলনের আগের দিন ইনস্টাগ্রামে রামা লেখেন, “আজ তিরানায় সমগ্র ইউরোপ এসেছে, আর গোটা বিশ্ব তা দেখছেআমি আপনাদের সবাইকে অভিবাদন জানাই।

নিজের দীর্ঘদেহের প্রসঙ্গ টেনে রামা বলেন, “আমি হয়তো সবার মধ্যে সবচেয়ে লম্বা, কিন্তু আমাদের দেশটি ইউরোপের সবচেয়ে ছোটদের মধ্যে একটি। তা সত্ত্বেও ধরনের একটি সম্মেলনের আয়োজন করতে পারা আমাদের জন্য গর্বের।

উল্লেখ্য, এবারের সম্মেলনে ইউক্রেন সংকট ছিল কেন্দ্রীয় আলোচনার বিষয়। যখন ইউরোপের নেতারা আলবেনিয়ায় মিলিত হন, তখন রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিরা শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে উপস্থিত ছিলেন।

×