ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রামগতিতে চা দোকানির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা রামগতি লক্ষ্মীপুর 

প্রকাশিত: ০১:৫২, ১৭ মে ২০২৫

রামগতিতে চা দোকানির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বাঁধা অবস্থায় নুর আলম (৪৮) নামের এক চা দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ১৬ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ "চরআব্দুল্লাহ" ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝেরচর এলাকার  খোকন বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুর আলম উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ "চরআব্দুল্লাহ" ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝের চর এলাকার খোকন বাজারের একজন চা দোকানদার। প্রতিদিনের ন্যায় ১৬ মে শুক্রবার রাতে দোকান বন্ধ করে ওই দোকানেই ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দোকানের পিছনে থাকা পার্শ্ববর্তী বাড়ির লোকজন ঝাড়ু দিতে গিয়ে নুর আলমের হাত পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে রামগতি থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে নিহতের স্ত্রী তাছলিমা আক্তার বাদি হয়ে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে নুর আলমের হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে নিহত নুর আলমের স্ত্রী বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

সজিব

×