ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রাষ্ট্রীয় মদদে মসজিদ-মাদ্রাসাসহ ৩৫০ ধর্মীয় প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে ভারত

প্রকাশিত: ০৭:২৪, ১৭ মে ২০২৫; আপডেট: ০৭:২৫, ১৭ মে ২০২৫

রাষ্ট্রীয় মদদে মসজিদ-মাদ্রাসাসহ ৩৫০ ধর্মীয় প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে ভারত

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে রাষ্ট্রীয় মদদে চলছে একপাক্ষিক ‘ধর্মীয় শুদ্ধিকরণ’, টার্গেট কেবল মুসলমানরাই। সম্প্রতি পুরো রাজ্য জুড়ে মসজিদ, মাদরাসা ও ঈদগাহসহ ৩৫০টিরও বেশি ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। দেশটির গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, রাজ্যের নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত ৩৫০টির বেশি মাদ্রাসা, মসজিদ, মাজার এবং ঈদগাহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বালরামপুর, শ্রাবস্তী, বহরাইচ, লখিমপুর খেরি ও পিলিভীতএই ৭ জেলায় অভিযান চালানো হচ্ছে। বুধবার (১৪ মে) একদিনেই মহারাজগঞ্জে দুটি, শ্রাবস্তী ও বহরাইচে একটি করে স্থাপনা ভাঙা হয়েছে।

মহারাজগঞ্জ জেলার ফারেন্ডা তহসিলের সেমরাহানি গ্রাম এবং নৌতনওয়া তহসিলের জুগৌলি গ্রামে নির্মিত দুটি তথাকথিত অবৈধ মাদ্রাসা ভেঙে ফেলা হয়। শ্রাবস্তীর ভিঙ্গা তহসিলের কালীমপুরওয়াতে সরকারি জমিতে নির্মিত একটি মাদ্রাসাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

রাকিব

×