ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রান্তিক কৃষকের পাশে থাকার অঙ্গীকার কৃষি ব্যাংকের

আজিজুর রহমান ডল, জামালপুর

প্রকাশিত: ১৭:৫৬, ১৬ মে ২০২৫

প্রান্তিক কৃষকের পাশে থাকার অঙ্গীকার কৃষি ব্যাংকের

ছবি: দৈনিক জনকন্ঠ

বাংলাদেশ কৃষি ব্যাংক প্রান্তিক কৃষকের পাশে থেকে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে করণীয় সম্পর্কিত এক দিনব্যাপী পর্যালোচনা সভা জামালপুরে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টা থেকে জামালপুর ও শেরপুর মুখ্য অঞ্চলের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে পৌর শহরের চালাপাড়া এলাকার সুইড ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। 

ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক মো: ফাতেহ্ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ব্যাংকের সার্বিক অগ্রগতির জন্য প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা ও সঠিক বাস্তবায়ন। আমাদের দেশের কৃষিনির্ভর জনগোষ্ঠী অর্থাৎ কৃষকের পাশে দাঁড়ানোই এ ব্যাংকের মূল উদ্দেশ্য। ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে শাখা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, পেশাদারিত্ব এবং নিবেদিত মনোভাব অতীব গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম আরও গতিশীল করতে হবে এবং কৃষকদের সেবাদানে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে হবে।”

এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কৃষি ব্যাংকের ঋণ আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীব। 

তিনি বলেন, “ব্যাংকের টেকসই উন্নয়নের জন্য সঠিক সময়ে ঋণ আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য গ্রাহক পর্যায়ে নিয়মিত অনুসন্ধান ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। ঋণ বিতরণ যেমন প্রয়োজন তেমনি তা আদায়ে কঠোর পরিশ্রম করতে হবে। যারা নিয়মিত ঋণ পরিশোধ করেন তাদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করতে হবে।”

এ সভায় মুখ্য অঞ্চলের আওতাধীন বিভিন্ন শাখার ব্যবস্থাপক, আঞ্চলিক ও বিভাগীয় কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। তারা নিজেদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে
মতবিনিময় করেন এবং ভবিষ্যতে ব্যাংকের অগ্রগতির জন্য করণীয় বিষয়ে মতামত দেন।

মিরাজ খান

×