
জুলাই অভ্যূত্থানে বেঁচে যাওয়া যোদ্ধাদের মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ে ‘নির্বাণ’ শীর্ষক এক কর্মশালা হয়েছে। ‘সফরন ফাউন্ডেশন’ নামক একটি সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৬ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সকাল ১১টা থেকে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্শালার প্রথম পর্ব পরিচালনা করেন: মালয়েশিয়ার হেলথ্ ইকুইটি ইনিশিয়েটিভ-এর ক্লিনিক্যাল সুপারভাইজার জোহরা পারভীন, ইউএস-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আজিজুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ইমদাদুল হক তালুকদার ও প্রভাষক রাইহানা শারমিন।
দ্বিতীয় পর্বে ‘ইনস্পায়ার এন্ড রাইজ’ সেশনে আলোচনা করেন- এডিএন টেলিকমের চেয়ারম্যান আসিফ মাহমুদ, পেপার রাইম অ্যাডভারটাইজিং-এর ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সাইফুদ্দিন, উইমেন রাইটস্ এক্টিভিস্ট ব্যারিস্টার মিতি ফারজানা ও বিডিজবস্-এর পরিচালক প্রকাশ রায় চৌধুরী। সঞ্চালনা করেন আয়োজক সংস্থার নির্বাহী সদস্য কাজল আব্দুল্লাহ্।
সফরন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৌমিক পি দত্ত জানান, দিনব্যাপী কর্মশালায় ট্রমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তি, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের ৩৫ জন অংশীজন অংশগ্রহণ করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতরা এখনও বড় ধরনের ট্রমার মধ্যে আছেন। তাদের শারিরীক চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসার দিকটিও গুরুত্বপূর্ণ। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কর্মশালায় যারা অংশগ্রহণ করছেন, আশা করা যায়, তারা নিজেরাই নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে সক্ষম হবেন।
এর আগে গত গত ২৭ ফেব্রুয়ারিও অনুরূপ এক কর্মশালার আয়োজন করেছিল সফরন ফাউন্ডেশন। সেখানেও অংশগ্রহণ করেছিলেন ৩০ জন জুলাইযোদ্ধা।
রাজু