
ছবি: সংগৃহীত
সৌদি আরবের দাম্মাম শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের বাসিন্দা সাব্বির সরদার (৩৩) নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৬ মে) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে পরিবারের সদস্যদের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার ওসি মো: অলিউল ইসলাম বলেন, ‘পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য উপজেলার গৈলা গ্রামের মৃত ইসহাক সরদারের ছেলে সাব্বির সরদার এক বছর পূর্বে সৌদি আরবে যান।’
সে (সাব্বির) সৌদি আরবের দাম্মাম শহরে একটি অফিসে কাজ করতেন।
ওসি আরও জানান, ‘গত ১৩ মে বিকেলে সাব্বির সরদার অফিস থেকে বের হয়ে সড়ক পারাপারের সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে দাম্মাম শহরের একটি হাসপাতালের নেয়ার পূর্বে তার মৃত্যু হয়।
জানা গেছে, দুই ভাই ও এক বোনের মধ্যে সাব্বির সবার ছোট। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সাব্বিরের মৃত্যুর সংবাদে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাব্বিরের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তার পরিবারের সদস্যরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
মিরাজ খান