
ছবি: সংগৃহীত
‘উখিয়ার সরকারি ওয়ায়েবসাইটে শেখ হাসিনার ছবি' শিরোনামে প্রকাশিত দৈনিক জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর মুহুর্তেই সরানো হলো শেখ হাসিনার ছবি।
জানা যায়, উপজেলার হিসাব রক্ষণ অফিসের সরকারি ওয়েবসাইট (ao.ukhiya.coxsbazar.gov.bd) পরিদর্শন করে বিষয়টি সেবাগ্রহীতাদের নজরে পড়েছিল পতিত সরকার শেখ হাসিনার ছবি। এ ছবি দেখার পর জনকণ্ঠের প্রতিবেদক উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে একটি সংবাদ প্রকাশ করেন।
সেই সংবাদ উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসলে ঘন্টাখানেকের মধ্যে ছবিটি রিমুভ করে অন্য একটি ছবি বসানো হয়।
এ ঘটিনায় ইউএনও কামরুল হাসান চৌধুরী দুঃখ প্রকাশ করে জানান, ওয়েবসাইট দেখাশোনায় আগে যিনি কর্মকর্তা ছিলেন তিনি ভুল করে এটি রেখে দিয়েছিলেন। খবর পাওয়া মাত্রই ছবিটি সরাতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এখন ছবিটি আর নেই।
এসইউ