ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের বিরুদ্ধে নারীর গুপ্তচরবৃত্তি, পাক গোয়েন্দাদের সাথে বৈঠক!

প্রকাশিত: ২০:১৫, ১৮ মে ২০২৫

ভারতের বিরুদ্ধে নারীর গুপ্তচরবৃত্তি, পাক গোয়েন্দাদের সাথে বৈঠক!

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের এক নারী ভ্লগারকে নিয়ে চলছে তোলপাড়। শনিবার গ্রেফতার করা হয় জ্যোতি মালহোত্রা নামের ওই নারীকে। পাকিস্তানি হাই কমিশনের কর্মকর্তার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে ভারতের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এরইমধ্যে দু'বার পাকিস্তান সফরেও গিয়েছেন জ্যোতি। সেখানে বৈঠকও করেছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের সাথে। পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন এসব কথা।

ভারতে আলোচিত নারী ইউটিউবার জ্যোতি মালহোত্রা। দেশ বিদেশে ঘুরে বেড়ানোই যার নেশা। সামাজিক মাধ্যম ইন্সটাগ্রাম ও ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে নিয়মিত বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ভিডিও শেয়ার করেন তিনি। 

স্যোশাল সাইটে বেশ জনপ্রিয় ৩৩ বছর বয়সী এই নারী। এবার তিনি নতুন করে আলোচনায় দেশ বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে। 

হরিয়ানার  বাসিন্দা জ্যোতিকে চিরশত্রু পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। 

প্রশাসনের দাবি, জিজ্ঞাসাবাদে পাকিস্তানকে স্পর্শকাতর তথ্য দেয়ার কথা স্বীকারও করেছেন তিনি। বর্তমানে পাঁচ দিনের পুলিশি রিমান্ডে রয়েছে জ্যোতি। 

পুলিশ বলছে, পাকিস্তানের হাইকমিশনের কর্মকর্তা এহসানুর রহিমের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে জ্যোতির। 

জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ২০২৩ সালে পাকিস্তানের ভিসা নিতে গিয়ে রহিমের সাথে পরিচয় তার। এহসানেরই পরিচিত এক ব্যক্তির মাধ্যমে প্রতিবেশী দেশটিতে গিয়ে সেখানকার নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর দুই কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন জ্যোতি। পরে হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট ও টেলিগ্রামের মাধ্যমে তাদের ভারতের সামরিক তথ্য দিয়েছেন। 

দেশের সার্বভৌমত্ব ঐক্য ও অখন্ডতা বিপন্নের অভিযোগে চার্জ গঠন করা হয়েছে জ্যোতির বিরুদ্ধে। 

পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই পাকিস্তানের দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের সাথে ভারতে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল এহসানুর রহিমকেও। 

গত কয়েকদিনে জ্যোতি ছাড়াও আরো ৫ ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে।

 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=9WLzeH16O_0

রিফাত

×