ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

গরমে চাই একটু আরাম

সালমা আহমেদ

প্রকাশিত: ১৭:৩২, ১৮ মে ২০২৫

গরমে চাই একটু আরাম

প্রতি বছরই গ্রীষ্মে অগ্নিমূর্তি ধারণ করে প্রকৃতি। তীব্র গরমে ঘেমে অনেকে অসুস্থও হয়ে পড়েন। অনেকেই ছুটেন এসি, আইপিএস ও বাড়তি ফ্যান কিনতে। লোডশেডিংয়ের কথা ভেবে কেউ আবার আইপিএস ও রিচার্জেবল ফ্যানকে উপযুক্ত মনে করেন। বাজারে ছোট পোর্টেবল ফ্যানও পাওয়া যায়। পথে চলতে অনেকের হাতেই দেখা যায় এসব ছোট ফ্যানগুলো। আপনিও নিতে পারেন আপনার সাধ, সাধ্য আর সামর্থ্য অনুযায়ী যে কোনোটি।
আইপিএস: লোড শেডিংয়ে গরম থেকে বাঁচতে বেছে নিতে পারেন আইপিএস। এসির চেয়ে আইপিএসের সুবিধাই বেশি। তবে কেনার আগে জেনে নিতে হবে আপনি কতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস চালাবেন। ৫০০ ওয়াটের আইপিএস এ ২টি লাইট ২টি ফ্যান চালাতে পারবেন। ৮০০ ওয়াটের ৩টি লাইট ৩টি ফ্যান চলবে। ১০০০ ওয়াট চালাতে পারবেন ৪টি লাইট, ৪টি ফ্যান। বাজারে সবচেয়ে বেশি চাহিদা রহিমআফরোজের আইপিএস। এটি পাবেন ১০,২০০ টাকায়। এছাড়া লুমিনাসও পাবেন ৯,৫০০ টাকায়। হামকো ৮,৫০০ টাকা থেকে শুরু। তবে এগুলো কোনোটাই নির্দিষ্ট দাম নয়, ব্র্যান্ড এবং ক্যাপাসিটি অনুযায়ী দামে তারতম্য রয়েছে। বাজার ঘুরে আপনার প্রয়োজন ও সাধ্যের মধ্যে কিনে নিতে পারেন যে কোনোটি। আইপিএসের ২০% লোড ফ্রি রাখুন। তাতে অনেকদিন এটি ভালো সার্ভিস দেবে।
ফ্যান: রান্নাঘরের জন্য এগজস্ট ফ্যান খুব সুবিধাজনক। এটি চুলার তাপ বের করে গরম কমিয়ে দেয়। এগজাস্ট ফ্যান পাবেন ৫০০-৫০০০ টাকার মধ্যে। গলায় ঝুলানোর নেক ফ্যানও নিতে পারেন। রান্না বা কাটাকাটির সময় এটি দারুণ আরামদায়ক। এটি পাবেন ৫৫০-২০০০ টাকার মধ্যে। মিনি ফ্যান পাবেন ২৫০-১২০০ টাকায়। এগুলোর মধ্যে চার্জার ফ্যানও পাবেন। একবার চার্জ দিলে দুই/আড়াই ঘণ্টা চার্জ থাকে। আর ঘরের জন্য রিচার্জেবল ফ্যানগুলোর দাম সাড়ে ৩ হাজার টাকা থেকে শুরু। ব্র্যান্ড আর কোয়ালিটি অনুযায়ী দাম আরও বাড়বে। এসব ফ্যানগুলো ৭/৮ ঘণ্টা চার্জ দিয়ে মিডিয়ামে রাখলে বাতাস পাবেন ৫-৬ ঘণ্টা। রাতের ঘুমটা অন্তত আরামের হবে। দরজা জানালা খুলে উপরে সিলিং ফ্যান চালিয়ে ছোট টেবিল ফ্যানটি জানালা বরাবর ছেড়ে রাখুন কিছুক্ষণ। ঘর ঠাণ্ডা হবে। রিচার্জেবল ফ্যানগুলোর মধ্যে আছে ক্লিক, ওয়ালটন, নোভা, ডিফেন্ডার, যমুনা, সানকা ইত্যাদি। কিছু চাইনিজ ফ্যানও রয়েছে।
এয়ারকুলার: এই গরমে এয়ারকুলারও ব্যবহার করতে পারেন। এসির বিকল্প হিসেবে অনেকে এয়ারকুলার ব্যবহার করে থাকেন। তুলনামূলক কম দামে এসির মতো ঠান্ডা পাবেন এতে। এয়ারকুলারে একটি পানির ট্যাংক থাকে, যেখানে পানি দিলে তা পাখার সাহায্যে বাষ্প হয়ে ঘর শীতল করে। ঘর বেশি ঠান্ডা করতে চাইলে ফ্রিজের ঠান্ডা পানি বা বরফ ব্যবহার করতে পারেন। এটি ছোট বলে ঘরের যে কোনো জায়গায় সুবিধামতো রাখতে পারবেন। পোর্টেবল ছোট এয়াকুলার পাবেন ১০০০ টাকায়। কোয়ালিটি, সাইজ বা ক্যাপাসিটি অনুযায়ী এর দাম ৫০ হাজার পর্যন্তও হতে পারে।
আপনার সাধ্য আর প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে কিনে নিতে পারেন যে কোনোটি। প্রতিটি এলাকায় আপনার ঘরের কাছেই রয়েছে এসব ইলেকট্রনিক্স জিনিসের দোকান। ঘরে ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদি ইলেক্ট্রনিক্স জিনিস থাকলে সব একসঙ্গে চালাবেন না। একটা চালানোর সময় অন্যগুলো বন্ধ রাখবেন।

প্যানেল

×