ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

পৈত্রিক সম্পত্তি বুঝে নেওয়ার পর বোনেরা কি ভাইয়ের বাড়িতে আসতে পারবে? আহমাদুল্লাহর ব্যাখ্যা

প্রকাশিত: ১৪:৫০, ১৮ মে ২০২৫; আপডেট: ১৪:৫০, ১৮ মে ২০২৫

পৈত্রিক সম্পত্তি বুঝে নেওয়ার পর বোনেরা  কি ভাইয়ের বাড়িতে আসতে পারবে? আহমাদুল্লাহর ব্যাখ্যা

ছবিঃ সংগৃহীত

বর্তমান সমাজে একটি প্রচলিত প্রশ্ন হলো—বোনেরা যদি তাদের পৈতৃক সম্পত্তি বুঝে নেন, তাহলে তারা কি বাবার বাড়ি বা ভাইয়ের বাড়িতে আসতে পারবেন? অনেক সময় দেখা যায়, কিছু ভাই তাদের বোনদের বলেন, “তুই তো সব কিছু নিয়েই গেছিস, তাই আমাদের বাড়িতে আর আসবি না।” কিন্তু ইসলাম এই ধরনের মনোভাবকে কীভাবে দেখে?

এ বিষয়ে ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর বলেন, ভাই-বোনের সম্পর্ক হলো রক্তের সম্পর্ক, যা আজীবনের। সম্পত্তির লেনদেনের সঙ্গে এই সম্পর্কের কোনো সংশ্লিষ্টতা থাকা উচিত নয়। একজন বোন যদি নিজের প্রাপ্য অংশ সম্পূর্ণভাবেই পায়, তবুও সে তার বাবার বাড়িতে এবং ভাইয়ের বাড়িতে যাতায়াত করার পূর্ণ অধিকার রাখে। তার সন্তানরাও নানা-নানীর বাড়ি বেড়াতে আসতে পারবে। আত্মীয়তার এই বন্ধন বজায় রাখা ইসলামে গুরুত্ব সহকারে দেখা হয়।

শায়খ আহমাদুল্লাহর আরও বলেন, ভাইদের উচিত নয় এমন স্বার্থপর আচরণ করা—যে যেহেতু বোন তার হক বুঝে নিয়েছে, তাই সে আর আসতে পারবে না। এটি কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাস। সমাজে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে, মেয়েরা যদি বাবার সম্পত্তি নেয়, তাহলে তাদের অকল্যাণ হয়, বরকত থাকে না, বিপদ লেগে থাকে। অথচ একই সম্পদ যদি ছেলে ভোগ করে, তাহলে কোনো সমস্যা হয় না—এটা একেবারেই ভিত্তিহীন কুসংস্কার এবং মেয়েদের হক মেরে দেওয়ার একটা উপায় মাত্র।

তিনি বলেন, ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে—পিতামাতার মৃত্যুর পর সন্তানেরা নির্ধারিত হারে উত্তরাধিকার পাবে। যদি কোনো ভাই তার বোনকে বঞ্চিত করতে চায়, বা পিতামাতা যদি জীবিত থাকা অবস্থায় বলেন, “তোমাদের ভাই তো অনেক খরচ করেছে, তাই তোমরা সম্পত্তি চাইবে না”—তাহলে সেটিও ইসলামসম্মত নয়। কারণ, পিতামাতা হলেও সন্তানের প্রতি অন্যায় বা জুলুমের অধিকার তাদের নেই। কুরআনে বলা হয়েছে, কার সন্তান কে উপকারে আসবে, তা একমাত্র আল্লাহ জানেন। তাই আল্লাহর নির্ধারিত বিধান মেনে চলাই ফরজ।

পরিশেষে, শায়খ আহমাদুল্লাহর বলেন, ভাইদের উচিত পিতামাতার পক্ষপাতদুষ্ট বা ভ্রান্ত সিদ্ধান্তকে না মানা এবং ইসলামের বিধান অনুযায়ী বোনদের সম্পূর্ণ হক বুঝিয়ে দেওয়া। পাশাপাশি ভাই-বোনের সম্পর্ক যেন অটুট থাকে, সেদিকে সকলের মনোযোগ দেওয়া উচিত। তবেই আমরা প্রকৃত মুসলমান হতে পারব।

তথ্যসূত্রঃ https://youtu.be/MfIZ1JPvo88?si=WOq0L9k4OEBWKrT6

মারিয়া

×