
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশত আহত হওয়ার ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। এ ঘটনার পর এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাছ বেচা-কেনাকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুন্ডুর চরপাড়া বাজারে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত চলে এ সংঘর্ষ।
হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রউফ খান জানান, শনিবার বিকেলে হরিণাকুন্ডুর চরপাড়া বাজারে মাছ কেনাবেচা নিয়ে চরপাড়া ও শৈলকুপা উপজেলার মাইলমাড়ী গ্রামের লোকজনের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। তারই জের ধরে রবিবার সকালে পার্শ্ববর্তী পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাইলমাড়ী গ্রামের দুই ছাত্রকে মারধর করে চরপাড়া গ্রামের তিন বহিরাগত ছাত্র।
এরপর দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চার-পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলা সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে এই সংঘর্ষের পর এলাকার দু’দলের লোকজনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। এখনো কেউ আটক করা হয়নি। মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানিয়েছেন।
আফরোজা