
ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে একজন বয়স্ক ব্যক্তিকে ইউনিফর্ম পরিহিত কয়েকজন ব্যক্তি জোর করে একটি গাড়িতে তোলে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, এটি ভারতের ভেতরে পাকিস্তানি নাগরিকদের ওপর নির্যাতনের প্রমাণ। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে, ভিডিওটির প্রকৃত ঘটনা ভিন্ন।
রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে, ভিডিওটি ভারতের কোনো ঘটনা নয়, বরং পাকিস্তানে আফগান অভিবাসীকে গ্রেফতারের একটি পুরনো ঘটনা। ভিডিওটি মূলত পাকিস্তানি পুলিশের হাতে এক আফগান অভিবাসীর গ্রেফতারের দৃশ্য, যা ভিন্ন প্রসঙ্গে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, Abdulrahim Vaziri নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ১০ মার্চ ভিডিওটি প্রথম প্রকাশিত হয়। পরে Nazar Nazari নামের আরেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ৯ এপ্রিল একই ভিডিওটি ‘#afghan #Pakistan #Afghanistan’ হ্যাশট্যাগসহ পোস্ট করেন।
ভিডিওতে স্ক্রিনে দেখা যায় উর্দুতে লেখা একটি শিরোনাম, যার অনুবাদ থেকে স্পষ্ট হয়, এটি পাকিস্তানি পুলিশের সহিংসভাবে একজন আফগান অভিবাসীকে গ্রেফতার করার ঘটনা।
রিউমর স্ক্যানার জানায়, ৬ মে থেকে পাকিস্তান-ভারতের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভিডিওটি ভুয়া প্রেক্ষিতে প্রচার করা হয়, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।
সুতরাং, এটি নিশ্চিতভাবে বলা যায়—ভারতে পাকিস্তানি নাগরিকদের নির্যাতনের দাবি ভিত্তিহীন এবং প্রচারিত ভিডিওটি পাকিস্তানে আফগান অভিবাসী গ্রেফতারের পুরনো ঘটনা।
সূত্র: রিউমর স্ক্যানার
রাকিব