ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের ’দ্য প্রাইমারি স্কুল’ বন্ধের ঘোষণা, অভিভাবকদের মধ্যে ক্ষোভ

প্রকাশিত: ০৯:৫৭, ১৯ মে ২০২৫; আপডেট: ১০:০০, ১৯ মে ২০২৫

জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের ’দ্য প্রাইমারি স্কুল’ বন্ধের ঘোষণা, অভিভাবকদের মধ্যে ক্ষোভ

ছবি: সংগৃহীত

মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের উদ্যোগে ২০১৬ সালে  সিলিকন ভ্যালিতে প্রতিষ্ঠিত 'দ্য প্রাইমারি স্কুল' আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ শেষে বন্ধ করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্কুলটি মূলত নিম্ন আয়ের ও সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা প্রদান করছিল। স্কুলের দুটি ক্যাম্পাস—ইস্ট পালো আল্টো ও সান লিওনার্দো—মোট ৫০০ জনেরও বেশি শিক্ষার্থীকে সেবা প্রদান করছিল। তবে সম্প্রতি দান কমে যাওয়া ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে ।

স্কুলের বন্ধের ঘোষণা অভিভাবকদের জন্য একটি বড় ধাক্কা। এক অভিভাবক জানান, "এটি আমাদের জন্য একটি বড় পরিবর্তন হবে। আমরা চাইছিলাম আমাদের সন্তানরা এখানে তাদের সব ক্লাস সম্পন্ন করুক।" অন্য একজন অভিভাবক বলেন, "এটি আমাদের জন্য একটি বড় পরিবর্তন হবে। আমরা চাইছিলাম আমাদের সন্তানরা এখানে তাদের সব ক্লাস সম্পন্ন করুক।"

স্কুলের বন্ধের সাথে সাথে চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ (CZI) স্থানীয় সম্প্রদায়ের জন্য ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যার মধ্যে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সঞ্চয় পরিকল্পনা ও স্থানান্তর সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে ।

এদিকে, মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে তাদের দাতব্য কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা খাতে বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও স্থানীয় সম্প্রদায়ের সাথে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্কুল বন্ধের এই সিদ্ধান্তে অভিভাবক ও শিক্ষার্থীরা হতাশ হলেও, তারা আশাবাদী যে স্থানীয় প্রশাসন ও সম্প্রদায়ের সহায়তায় তাদের সন্তানদের জন্য একটি সমৃদ্ধ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এসইউ

×