
ছবি: সংগৃহীত
কোলম্বিয়ার কুকুটা শহরে নিজ বাসার বাইরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ২২ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মারিয়া হোসে এস্তুপিনান সানচেজ। স্থানীয় সংবাদমাধ্যম নোতিসিয়াস কারাকোল-এর প্রতিবেদনে জানানো হয়েছে, লা রিভিয়েরা পাড়ায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন সানচেজ। ঠিক তখনই এক ব্যক্তি উপহার দেওয়ার ভান করে তার কাছে আসে এবং খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
এলাকায় লাগানো একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গুলির পর সন্দেহভাজন ব্যক্তি দ্রুত দৌড়ে পালিয়ে যাচ্ছে। পেছনে সানচেজের আর্তচিৎকার শোনা যায়, যা আশপাশের বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই মারিয়া হোসেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় দুপুর ১টার দিকে।
কুকুটা মেট্রোপলিটন পুলিশের কর্নেল লিওনার্দো কাপাচো বলেন, “এক ব্যক্তি পার্সেল ডেলিভারির ভান করে এসে তাকে হত্যা করেছে।”
এ হত্যাকাণ্ডের এক দিন আগেই মারিয়া হোসে তার সাবেক প্রেমিকের বিরুদ্ধে গার্হস্থ্য নির্যাতনের একটি মামলায় আদালতে জয় পান। আদালত তাকে ৩০ মিলিয়ন কোলোম্বিয়ান পেসো (প্রায় ৭,০০০ মার্কিন ডলার) ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয়। স্থানীয় সংবাদমাধ্যম কানাল TRO-এর তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পেছনে এই রায়ের কোনও সংযোগ থাকতে পারে বলে মনে করছে পুলিশ এবং সাবেক প্রেমিককে প্রধান সন্দেহভাজন হিসেবে তদন্ত করা হচ্ছে।
তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে কাজ করছে, যাকে সিসিটিভি ফুটেজে কালো ক্যাপ, জ্যাকেট, জিন্স এবং একটি ব্যাকপ্যাক পরিহিত অবস্থায় দেখা গেছে।
সানচেজ পামপ্লোনা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল কমিউনিকেশন বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি নিয়মিত সামাজিক মাধ্যমে মডেলিং ও শিক্ষাজীবন নিয়ে পোস্ট করতেন, যা তাকে ব্যাপক অনুসারী এনে দেয়।
এই হত্যাকাণ্ডের কয়েকদিন আগেই মেক্সিকোর ইনফ্লুয়েন্সার ভালেরিয়া মার্কেজকেও গুলি করে হত্যা করা হয়, যিনি একটি লাইভ স্ট্রিম চলাকালে হামলার শিকার হন। তাকেও এক ব্যক্তি ডেলিভারি ম্যান সেজে টার্গেট করে। ভালেরিয়ার হত্যাকাণ্ডকে ‘নারীহত্যা’ (ফেমিসাইড) হিসেবে চিহ্নিত করে তদন্ত চালানো হচ্ছে।
সূত্র: https://www.ndtv.com/world-news/video-colombian-influencer-maria-jose-estupinan-sanchez-shot-outside-her-home-by-man-posing-as-delivery-man-8449572
এএইচএ