
ছবি: সংগৃহীত
নতুন সিনেমা টগর নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ঢালিউড চিত্রনায়িকা পূজা চেরি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার সিনেমার ক্যারেক্টার কিংবা আমি—আমার কস্টিউম, গেটআপ—সবকিছু যেন একটা থেকে আরেকটা ভিন্ন থাকে। তাই চেষ্টা করেছি ভিন্নতা আনার।”
তিনি আরও বলেন, “আমার যখনই সিনেমা রিলিজ হয়, তখনই খুব ভালো লাগে। আর যদি সেটা হয় ঈদে, তাহলে তো ভালো লাগার জায়গাটা অন্যরকমভাবে বেড়ে যায়। এবার ঈদে আমার টগর সিনেমাটি আসছে। খুব ভালো লাগছে এবং আমি খুব এক্সাইটেড। কারণ আমাদের মুভির প্রতিটি গান, ট্রেলার, টিজার, পোস্টার—সব কিছুই যেন ‘বুম’ টাইপের কিছু। এতটাই এক্সাইটেড যে, যতক্ষণ পর্যন্ত আপনাদের দেখাতে পারছি না, ততক্ষণ রাত তিনটা-চারটা পর্যন্ত ঘুম হয় না। যখন আপনারা দেখবেন, তখন মনে হয় শান্তিমতো একটু ঘুমাতে পারব।”
পূজা জানান, টগর সিনেমার জন্যই তিনি ওজন কমিয়েছেন। এর আগে ব্ল্যাক মানি সিনেমার জন্য ওজন বাড়াতে হয়েছিল তাকে। তিনি বলেন, “আমি যখন যেই কাজটা করি, সেটা নিয়ে একেবারে মগ্ন থাকি। একটার মধ্যে আরেকটা কাজ নিতে পারি না। আর নিলেও সেটা মাথায় ঢোকে না। তাই আমি একটা কাজেই ফোকাস থাকি। এখন যেহেতু টগর সিনেমা কেন্দ্রিক আছি, তাই ওজন কমিয়েছি এই সিনেমার জন্য।”
নিজের যোগ্যতা নিয়ে পূজা বলেন, “আমি যেটা পারি, সেটাই করি। আমি নাচতে পারি—নাচ করি। অভিনয়ে মোটামুটি একটু চেষ্টা করলে পারি—অভিনয় করি। আর কথা বলতে দিলে একটু বলতে পারি—সেটাও করি।”
সূত্র: https://www.youtube.com/watch?v=oEas7Uz1fLc
এএইচএ