ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশ বিষয়াবলি

প্রফেসর মো. ইকরামুল হক

প্রকাশিত: ১৩:৫৬, ১৮ মে ২০২৫; আপডেট: ১৩:৫৮, ১৮ মে ২০২৫

বাংলাদেশ বিষয়াবলি

১। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? 
ক) ৯ : ৫                  খ) ১১ : ৭ 
গ) ১০ : ৬                 ঘ) ৮ : ৬
উত্তর: গ) ১০ : ৬                          
২। বিকেএসপি হলো- 
ক) সংবাদ সংস্থা           খ) ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান 
গ) ফুটবল টিম             ঘ) সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান 
উত্তর: খ) ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান          
৩। বাংলাদেশে চিনামাটির সন্ধান পাওয়া গেছে- 
ক) বিজয়পুরে              খ) রানীগঞ্জে 
গ) টেকের হাটে            ঘ) বিয়ানী বাজারে 
উত্তর: ক) বিজয়পুরে                    
৪। ‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম- 
ক) নিঝুম দ্বীপ              খ) সেন্টমার্টিন দ্বীপ 
গ) দক্ষিণ তালপট্টি         ঘ) কুতুবদিয়া দ্বীপ 
উত্তর: গ) দক্ষিণ তালপট্টি               
৫। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে? 
ক) ফখরুদ্দিন মোবারক শাহ 
খ) শামছুদ্দিন ইলিয়াস শাহ্্
গ) আলালউদ্দিন মুহাম্মদ আকবর 
ঘ) ঈসা খান 
উত্তর: খ) শামছুদ্দিন ইলিয়াস শাহ্্ 
৬। পুর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? 
ক) ১৯৫০ সালে            খ) ১৯৪৮ সালে 
গ) ১৯৪৭ সালে            ঘ) ১৯৫৪ সালে 
উত্তর: ক) ১৯৫০ সালে                 
৭। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ হতে উৎপন্ন হয়েছে? 
ক) বরাইল                 খ)  কৈলাস 
গ) কাঞ্চনজঙ্গা              ঘ) গডউইন অস্টিন 
উত্তর: খ)  কৈলাস
৮। ‘ছিয়াত্তর মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? 
ক) বাংলা ১৭০৬ সালে    খ) বাংলা ১১৭৬ সালে 
গ) বাংলা ১৩৭৬ সালে    ঘ) ইংরেজি ১৮৭৬ সালে 
উত্তর: খ) বাংলা ১১৭৬ সালে  
৯। চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি? 
ক) আখের ছোবড়া        খ) বাঁশ 
গ) জামরুল গাছ           ঘ) নল খাগড়া 
উত্তর: খ) বাঁশ  
১০। কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন? 
ক) দুদু মিয়া             খ) সৈয়দ আহমদ বেরেলভী         
গ) তিতুমীর             ঘ) হাজী শরীয়তউল্লাহ 
উত্তর: ঘ) হাজী শরীয়তউল্লাহ
১১। ঢাকার বড় কাটরা  ও ছোট কাটরা শহরের নিন্মোক্ত কোন এলাকায় অবস্থিত? 
ক) চকবাজার            খ) সদরঘাট 
গ) লালবাগ              ঘ) ইসলামপুর 
উত্তর: ক) চকবাজার                       
১২। ‘স্টেপস’ ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিলো। এর ভাস্করের নাম-
ক) নভেরা আহমেদ     খ) হামিদুজ্জামান খান 
গ)  আবদুল্লাহ খালেদ   ঘ) সুলতানুল ইসলাম 
উত্তর: খ) হামিদুজ্জামান খান
১৩। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? 
ক) করতোয়া            খ) গঙ্গা 
গ) ব্রহ্মপুত্র               ঘ) মহানন্দা 
উত্তর: ক) করতোয়া              
১৪। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? 
ক) সোমপুর বিহার      খ) ধর্মপাল বিহার 
গ) জগদ্দল বিহার        ঘ) শ্রী বিহার 
উত্তর: ক) সোমপুর বিহার                 
১৫। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 
ক) ১২০৬ খ্রিঃ            খ) ১৩১০ খ্রিঃ  
গ) ১৫২৬ খ্রিঃ            ঘ) ১৬১০ খ্রিঃ 
উত্তর: ঘ) ১৬১০ খ্রিঃ
 

×