ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ অভিযোগ, কী আছে জাতিসংঘের রিপোর্টে?

প্রকাশিত: ০৭:১৪, ১৮ মে ২০২৫; আপডেট: ০৭:১৫, ১৮ মে ২০২৫

ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ অভিযোগ, কী আছে জাতিসংঘের রিপোর্টে?

ছবি: প্রতীকী

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত ভারতের বিরুদ্ধে সম্প্রতি জাতিসংঘ একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে। জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস এক বিবৃতিতে দাবি করেছেন, ভারতীয় নৌবাহিনী অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে একটি জাহাজ থেকে সাগরে ফেলে দিয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং নৈতিকতার চরম লঙ্ঘন।

জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপ ‘ইচ্ছাকৃতভাবে মানুষের জীবন বিপন্ন করা’ এবং শরণার্থীদের প্রতি আন্তর্জাতিক দায়িত্ব উপেক্ষা করার শামিল।

বিশেষ দূত অ্যান্ড্রুস ভারতের কাছে এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন এবং এই অমানবিক ঘটনার একটি স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন। তিনি বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠী বহু বছর ধরে নির্যাতনের শিকার। তাদের সাগরে ফেলে দেওয়া শুধু মানবাধিকার নয়, মানবতার বিরুদ্ধেও অপরাধ।’

ভারতের অভ্যন্তরীণ নীতিগুলিও বর্তমানে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং জাতীয় নাগরিক নিবন্ধন (NRC) কার্যক্রম সংখ্যালঘু ও উদ্বাস্তু জনগোষ্ঠীদের প্রতি বৈষম্যমূলক মনোভাবের অভিযোগকে আরও তীব্র করেছে।

এই আইনগুলোর ফলে প্রতিবেশী দেশ—বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা মুসলিম শরণার্থীদের নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে যেমন উত্তেজনা ছড়িয়েছে, তেমনি আন্তর্জাতিক মহলেও সমালোচনার ঝড় উঠেছে।

এই ঘটনাগুলো শুধু ভারতের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার দিক থেকে এগুলোর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে।

বিশ্লেষকদের মতে, ভারতের বর্তমান নীতিমালা মানবাধিকার ও ন্যায়বিচারের আন্তর্জাতিক মান থেকে অনেক দূরে সরে যাচ্ছে, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোকেও প্রভাবিত করতে পারে।

ভারতের উপর আনা এই গুরুতর অভিযোগ দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি এবং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। এখন বিশ্বজুড়ে কৌতূহল, ভারত সরকার কী অবস্থান নেবে এবং ভবিষ্যতে মানবাধিকার রক্ষায় কোনও দৃঢ় পদক্ষেপ নেবে কি না।

রাকিব

×