
ছবিঃ সংগৃহীত
'ট্রাভেল উইথ জো' নামে ইউটিউব চ্যানেল পরিচালনাকারী ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানিকে হরিয়ানার হিসার জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তিনি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রেখে ভারতের সামরিক তথ্য পাচার করছিলেন। এই মামলায় পাঞ্জাব ও হরিয়ানা থেকে আরও পাঁচজনসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে।
৩৩ বছর বয়সী জ্যোতি নিজেকে ‘ভ্রমণপ্রেমী লিও’, ‘হরিয়ানভি+পাঞ্জাবি’ এবং ‘পুরোনো ভাবনার আধুনিক মেয়ে’ হিসেবে পরিচয় দেন। পুলিশ জানায়, ২০২৩ সালে পাকিস্তান ভ্রমণের ভিসা নেওয়ার জন্য দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে যান জ্যোতি। সেখানে তার পরিচয় হয় অফিসার এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে। এরপর তিনি দুইবার পাকিস্তান যান এবং স্থানীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।
জিজ্ঞাসাবাদে জ্যোতি স্বীকার করেছেন, পাকিস্তানে আলি আহওয়ান নামে একজনের সহায়তায় তিনি নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। শাকির নামে একজনের ফোন নম্বর নিজের মোবাইলে 'জাট রনধাওয়া' নামে সেভ করে রাখেন সন্দেহ এড়াতে। ভারতে ফিরে এসেও তিনি হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখেন এবং গোপন সামরিক তথ্য পাঠাতে থাকেন।
ভারতের সংবিধানের বিরুদ্ধে কাজ করে দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তাকে বিপন্ন করার অভিযোগে জ্যোতির বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে।
এর আগে ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে তিনি জানান, পাকিস্তান ভ্রমণে গিয়ে হিন্দু তীর্থস্থান ঘুরেছেন এবং সীমান্ত পার হওয়ার অভিজ্ঞতা ছিল তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
এছাড়া, একই অভিযোগে হরিয়ানার পানিপথ থেকে ২৪ বছর বয়সী একজন নিরাপত্তাকর্মী ও কাইথাল থেকে ২৫ বছর বয়সী একজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই শিক্ষার্থী স্বীকার করেছেন, তিনি গত নভেম্বরে করতারপুর করিডোর দিয়ে পাকিস্তান গিয়েছিলেন এবং সেখানকার আইএসআই কর্মকর্তাদের কাছে সেনা ছাউনির ছবি পাঠিয়েছিলেন।
পাঞ্জাব পুলিশও এ ধরনের অভিযোগে সম্প্রতি আরও দুইজনকে গ্রেপ্তার করেছে।
মুমু