
ছবি: সংগৃহীত
নেত্রকোণার চল্লিশা এলাকায় একটি রেল ব্রিজে ১৩টি বগি ফেলে চলে যায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করলে ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। কমলাপুর থেকে দুপুর ১টা ১৫ মিনিটে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনটি চল্লিশা এলাকায় পৌঁছালে রেল ব্রিজে ওঠার পর হঠাৎ বিকট শব্দ ও ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। এরপরই ট্রেনের গতি কমে ধীরে ধীরে থেমে যায়। পরে জানা যায়, ট্রেনের প্রথম বগির বাফার সেল ভেঙে যাওয়ায় ইঞ্জিনটি ১৩টি বগি রেখে এগিয়ে যায়।
নেত্রকোণা রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনের বগিগুলো রেল ব্রিজে আটকে পড়ে। পরে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন এসে রাত ১১টা ৩৫ মিনিটে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে।
ভুক্তভোগী যাত্রীরা জানান, দুর্ঘটনার পর দীর্ঘ সময় কোনো সহায়তা না পাওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েন। অন্ধকারে রেল ব্রিজে আটকে পড়ে তারা নিরাপত্তাহীনতা অনুভব করেন এবং কোথাও নড়াচড়া করতে না পারায় আতঙ্কিত হয়ে পড়েন।
মোহনগঞ্জ এক্সপ্রেসের পরিচালক জাহিদ হোসেন সাঈদ জানান, দুপুর ১টা ১৫ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় এলে রেল ব্রিজে ওঠার পর হঠাৎ ট্রেনের প্রথম বগির বাফার সেল ভেঙে ১৩টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।
মুমু