
সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থনকারীদের একাংশ।
বিএনপিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজ ও আওয়ামী বিএনপির স্থান হবেনা বলে জানিয়েছেন,পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন। গতকাল রাত নয়টায় ঈশ্বরদীর দিযারবাঘইল ক্লাব মাঠে পাকশী সাত নং ইউনয়ন বিএনপির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের সমর্থনে আয়োজিত সন্ত্রাসবিরোধী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা আজিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহান, এড,শামসুদ্দোহা জামী,মোহাম্মদ আলী কাজল,রফিকুল ইসলাম কলম,কবীর আহমেদ,মহরম মাস্টার, রেল শ্রমিকদল নেতা খন্দকার সোহেল রানা, সেলিম আহমেদ,আশিকুর রহমান,মঞ্জুর রহমান,মাহফুজুর রহমান মনজু, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা ইমরান,মনোয়ার হোসেন,হাসেম আলী, শফিকুল ইসলাম ও রুবেল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। রাত নয়টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত সভায় সকল বক্তা সন্ত্রাস,চাঁদাবাজ,লুটপাটকারী ও আওয়ামীলীগ থেকে কোন হাইব্রীড আওয়ামী বিএনপিকে দলে স্থান না দেওয়ার দাবি তোলেন । একই সাথে বক্তারা হাইব্রীড আওয়ামীলীগের তালিকা করে দল থেকে বহিঃস্কারেরও দাবি জানান।
নোভা