
ছবি: সংগৃহীত
সরকার ঘোষিত নবম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবিতে দ্য নিউ নেশন পত্রিকায় একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্য নিউ নেশন ইউনিট ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপারস এন্ড প্রেস ওয়ার্কারস এর নিউ নেশন ইউনিট নিউ নেশন শ্রমিক কর্মচারি ইউনিয়নের যৌথ উদ্দ্যোগে মঙ্গলবার নিউ নেশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্য নিউ নেশন ইউনিট চিফ মো. মোশারেফ হোসেন সিকদার।
সভায় নিউ নেশন ইউনিটের সদস্য মো আমিনুল হাসিব চৌধুরী বলেন, ওয়েজবোর্ড সুবিধা পাওয়া সাংবাদিকদের অধিকার যা বাস্তবায়ন করা মালিক পক্ষের দায়িত্ব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মালিক পক্ষ সবসময় সাংবাদিকদের প্রাপ্য অধিকার দেয়ার ক্ষেত্রে গড়িমসি করে।
তিনি অধিকার আদায়ের ক্ষেত্রে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে থাকার উপর গুরুত্ব আরোপ করেন এবং অনতিবিলম্বে ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য মালিক পক্ষের প্রতি আহবান জানান।
নিউ নেশন শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি শাহ আলম তার বক্তব্যে বলেন, একটি সংবাদপত্রে সকলের সম্মিলিত প্রচষ্টের মাধ্যমে তাদের কার্যাদি সম্পন্ন করে। যেখানে মালিক পক্ষ যেমন সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারিদের স্বার্থ দেখবেন, তেমনি তারাও মালিকের সমস্যা-সম্ভাবনার দিক দেখবেন। কিন্তু সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারিদের অধিকার বঞ্চিক করে মালিক পক্ষ শুধু নিজেরটা দেখবেন তা হতে পারেনা। ওয়েজবোর্ড সুবিধা পাওয়া সরকার ঘোষিত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারিদের অধিকার। সুতরাং তা বাস্তবায়ন করা মালিকের দায়িত্ব এবং তা অবিলম্ভে বাস্তবায়ন করতে হবে, শাহ আলম বলেন।
সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য গাযী আনোয়ার বলেন, সরকার সাংবাদিকদের স্বার্থ সুরক্ষার জন্য ওয়েজবোর্ড ঘোষণা করে যা বাস্তবায়ন করা মালিক পক্ষের দায়িত্ব।
তিনি আরো বলেন, সংবাদপত্র হাউজগুলো সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ করবে এই শর্তে, কিন্ত বাস্তবে তার কোনো প্রয়োগ নেই। নিউ নেশন সরকার প্রদত্ত সর্বোচ্চ সুযোগ-সুবিধা ভোগ করছে কিন্ত এখানে কর্মরত সাংবাদিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
অবিলম্ভে নিউ নেশনে সরকার ঘোষিত নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য মালিক পক্ষের প্রতি আহবান জানান গাযী আনোয়ার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেন, নির্বাহী সম্পাদক ফারুক খসরু, বার্তা সম্পাদক আবুল কালাম মানিক, চিফ রিপোর্টার রেজা মাহমুদ, যুগ্ম-বার্তা সম্পাদক শাহরিয়ার ইসলাম শোভন, ফিচার সম্পাদক শেখ আরিফ বুলবন, অনলাইন কো-অর্ডিনেটর মোজাহেদুল ইসলাম, নিউ নেশন ফটো চিফ মঈন আহমেদসহ প্রমুখ।
এসইউ