ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

পুড়ে গেলে ক্ষতস্থানে বরফের ব্যবহার! বিপদ বাড়তে পারে অজান্তেই

প্রকাশিত: ২১:০৪, ১৭ মে ২০২৫

পুড়ে গেলে ক্ষতস্থানে বরফের ব্যবহার! বিপদ বাড়তে পারে অজান্তেই

ছবি: সংগৃহীত

হঠাৎ শরীরের কোনও অংশ পুড়ে গেলে সাধারণত অনেকেই ক্ষতস্থানে বরফ ঘষার পরামর্শ দেন। অনেকের ধারণা, বরফ ব্যবহারে ব্যথা ও ফোস্কা কমে যায়। তবে চিকিৎসকদের মতে, এটি সবসময় সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে। বরং কিছু ক্ষেত্রে বরফের অতিরিক্ত ব্যবহার ক্ষতির কারণ হতে পারে।

চিকিৎসা বিজ্ঞানের মতে, পোড়াকে তিনটি স্তরে ভাগ করা হয়:

১. ত্বকের বাইরের স্তর (এপিডার্মিস) ক্ষতিগ্রস্ত হয়। সাধারণত সূর্যের অতিরিক্ত তাপ বা হালকা ছ্যাঁকার ফলে ঘটে। এ সময় ত্বকে জ্বালা, লালচেভাব দেখা দেয়।

২. ত্বকের গভীর স্তর (ডারমিস) ক্ষতিগ্রস্ত হয়। এতে তীব্র জ্বালাপোড়া ও ফোস্কা হতে পারে।

৩. সবচেয়ে গুরুতর। ত্বক পুড়ে গিয়ে সাদা বা কালো হয়ে যেতে পারে। এমনকি ত্বকের নিচের চর্বি ও হাড়ও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই ধরনের গুরুতর পোড়ায় দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

বরফ জ্বালাভাব কিছুটা কমাতে পারে, তবে সরাসরি বরফ ঘষা ঠিক নয়। চিকিৎসকদের মতে, অতিরিক্ত ঠান্ডার ফলে পোড়া অংশে ফ্রস্ট ইনজুরি বা হিমঘা হতে পারে। এতে ক্ষতস্থান আরও খারাপ হয়ে তৃতীয় ডিগ্রির ক্ষতে রূপ নিতে পারে। তাই বরফ ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।

পোড়া ক্ষতস্থানে মাখন বা টুথপেস্ট লাগানোর প্রচলন রয়েছে বহু ঘরে। কিন্তু চিকিৎসকরা বলছেন, এইসব পদার্থে জীবাণু জন্মাতে পারে, যা সংক্রমণের ঝুঁকি বাড়ায়। বরং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিসেপ্টিক বা অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করা শ্রেয়।

ঠান্ডা পানি ব্যবহার: পোড়ার পরপরই ক্ষতস্থানে স্বাভাবিক তাপমাত্রার পানি ঢালুন বা ধুয়ে নিন। মুখের মতো অংশ হলে ঠান্ডা পানিতে ভেজানো কাপড় ব্যবহার করুন।

পরিষ্কার রাখা: হালকা সাবান ও পরিষ্কার পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে সংক্রমণের আশঙ্কা কমানো যায়।

মলম ও ব্যান্ডেজ: প্রথম স্তরের ক্ষতের ক্ষেত্রে ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয় স্তরের ডিগ্রির ক্ষতে অ্যান্টিবায়োটিক মলম দিয়ে পরিষ্কার ব্যান্ডেজ করে ঢেকে রাখা প্রয়োজন।

চিকিৎসকদের পরামর্শ, গুরুতর পোড়ার ক্ষেত্রে ঘরোয়া চিকিৎসা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বরফ বা টুথপেস্ট নয়, সচেতনতা ও সঠিক পদক্ষেপই পারে বিপদ ঠেকাতে।

মিরাজ খান

×