ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়: তারেক রহমান

প্রকাশিত: ০০:০৮, ১৮ মে ২০২৫; আপডেট: ০০:০৯, ১৮ মে ২০২৫

করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়: তারেক রহমান

ছ‌বি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়া কিংবা না দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা সরকার রাখে।

তিনি বলেন, "আমরা আবারো স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের নয়।"

এক ভার্চুয়াল বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, সরকার কি হতাহতদের ব্যাপারে উদাসীন, নাকি তারা ক্ষমতার মোহে আচ্ছন্ন? তিনি বলেন, গত ১০ মাসে জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহত ও আহতদের সঠিক সংখ্যা এবং তালিকা এখনো চূড়ান্ত করতে পারেনি সরকার। এটি সরকারের সক্ষমতা ও আন্তরিকতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।

তারেক রহমান আরও বলেন, "যেখানে যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রতিদিন হতাহতদের হালনাগাদ তথ্য পাওয়া যায়, সেখানে আমাদের দেশে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের সঠিক সংখ্যা এখনো অজানা। একজন গবেষক বা শিক্ষার্থী এখনো এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পান না। এটি দুঃখজনক এবং সরকারের দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।"

তিনি অভিযোগ করেন, জনগণের রক্ত ও আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা এখন সেই আন্দোলনের শহীদদের প্রাপ্য সম্মান দিতেও ব্যর্থ। তার মতে, সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার হওয়া উচিত জনগণের প্রতি জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করা।

সংস্কার নিয়ে সরকারের আচরণকেও সমালোচনা করে তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা ও সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই হঠাৎ সংস্কার শুরু করায় বিষয়টি হিতে বিপরীত হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারাই এর বিরোধিতা করে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=rBiwRkp58oA

এম.কে.

×