ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

গণতন্ত্র ব্যতিরেকে আজকের বিশ্বে কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না: মঈন খান

প্রকাশিত: ১৩:১৭, ১৭ মে ২০২৫; আপডেট: ১৩:১৮, ১৭ মে ২০২৫

গণতন্ত্র ব্যতিরেকে আজকের বিশ্বে কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না: মঈন খান

ছ‌বি: সংগৃহীত

গণতন্ত্রহীন সমাজে একটি জাতির সম্মানজনক অবস্থান সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, “গণতন্ত্র ব্যতিরেকে আজকের বিশ্বে কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। একদলীয় শাসকরা যতই শক্তি দেখাক, তারা কখনোই জনগণের ভালোবাসা পায় না।”

তিনি আরও বলেন, “আমরা বিএনপি, আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই বাংলাদেশের প্রতিটি নাগরিকের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হোক।”

বিগত ১৫ বছরে দেশের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ছিল কি না—এই প্রশ্ন ছুড়ে দিয়ে মঈন খান বলেন, “আজকে আপনারা আমাকে প্রশ্ন করছেন, কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি—গত ১৫ বছরে আপনাদের কথা বলার স্বাধীনতা ছিল? উত্তর হলো—ছিল না। সেজন্যই আমরা বিএনপি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, যত দ্রুত সম্ভব।”

তিনি বলেন, “আমরা পরিষ্কারভাবে বলেছি, গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা দেশের পথে-প্রান্তরে ঘুরে দেখেছি, তৃণমূলের মানুষ সেই পরিবর্তন চায়।”

আব্দুল মঈন খান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো বঙ্গভবনে বসে রাজনীতি করেননি। তিনি রাজনীতি করেছেন বাংলার মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে, ফসলের ক্ষেতে, নদী-নালায়। তিনি খাল খনন করেছিলেন গ্রামের মানুষের জন্য, তৃণমূলের মানুষের জন্য। তার প্রতি মানুষের ভালোবাসার নিদর্শন হলো—তাকে ‘রাখাল’ উপাধি দেওয়া। এই রাখালই ছিলেন বাংলার প্রকৃত নেতা।”

তিনি বলেন, “আজ সেই জিয়াউর রহমানের আদর্শেই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছি।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=xuyMLdAV_5s

এএইচএ

আরো পড়ুন  

×