
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন দিন নিখোঁজের পর, বাড়ির পাশে ছন ক্ষেত থেকে অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
শুক্রবার (১৬ মে) উপজেলার ধানকোড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে। নিহত নারীর নাম লক্ষ্মী রানী সরকার (৬০)। তিনি ধানকোড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ সরকারের স্ত্রী।
নিহতের ছেলে বিজয় কুমার সরকার জানান, “মঙ্গলবার (১৩ মে) বাড়ির আঙ্গিনায় দেখতে পাই। এরপর বাড়িতে বাবা সহ আমরা কেউ ছিলাম না। মা শারীরিকভাবে অসুস্থ ছিল। বুদ্ধি প্রতিবন্ধী বা মানসিক বিকার গ্রস্থ ছিল। পরে বাড়িতে এসে মাকে আর দেখতে পাইনি। অনেক খুঁজাখুঁজি করেছি। মাইকিং করেছি কোথাও গত তিন দিন খুঁজে পাওয়া যায়নি। আজ সন্ধ্যায় আমার বোন দুলালী রানী সরকার বাড়ির পূর্ব-দক্ষিণ পাশে ছন ক্ষেতে গিয়ে মায়ের লাশ দেখতে পায়। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।”
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে কীভাবে তিনি মারা গেছেন তা তদন্তসাপেক্ষে জানা যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মিরাজ খান