
দীর্ঘ আত্মগোপনের পর অবশেষে গ্রেফতার হলেন ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবির। নবাবগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার (১৫ মে) রাতে উপজেলার বান্দুরা ইউনিয়নের সাদাপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ৫ আগস্টের ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ওই সময় তিনি বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্বে ছিলেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, “নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।”
ওসি আরও জানান, শুক্রবার দুপুরে তাকে ঢাকার বিজ্ঞ আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
নুসরাত