ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

এনামুল হক এনা, উপকূলীয় প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ১৬:৫৮, ১৬ মে ২০২৫

বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

পটুয়াখালীর লাউকাঠী নদীতে গোসল করতে নেমে রাহুল সমাদ্দার (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাহুল নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। এক পর্যায়ে সে স্রোতের টানে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর নদী থেকে রাহুলের নিথর দেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। স্বজনদের কান্নায় ঘটনাস্থলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

কিশোর রাহুল সমাদ্দারের তার অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে দৈনিক জনকণ্ঠ-কে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

রাজু

×