ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বাচ্চাদের প্রয়োজন ছাড়া ভিটামিন খাওয়ানো উচিৎ নয়!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৭, ১৬ মে ২০২৫; আপডেট: ১৪:০৯, ১৬ মে ২০২৫

বাচ্চাদের প্রয়োজন ছাড়া ভিটামিন খাওয়ানো উচিৎ নয়!

সারা বছরই বাচ্চারা বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে থাকে। ডায়রিয়া, ঠান্ডা, কাশি বিভিন্ন সমস্যা সারা বছরই বাচ্চাদের টুকটাক হয়ে থাকে।

বাবা মায়েরা সব সময় চেষ্টা করে বাচ্চাদেরকে যত্ন সহকারে পালতে। কিন্তু তারপরও কিছু অসুখ হয়েই যায়। কিছু ছোট বাচ্চা বুকের দুধ ছাড়া একেবারেই কিছু খেতে চায় না। একটু বয়স হওয়ার পরেও অনেকেরই খাওয়া দাওয়ার প্রতি অনীহা থেকে যায়। 

সব বাবা মায়েরই একটি কমন দাবি থাকে, বাচ্চা তো কিছু খেতে চাইছে না, একটা ভিটামিন দেন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেকোনো ভাইরাস অসুখ, ঠান্ডা, কাশি, ডায়রিয়া বা যেকোনো সমস্যাতেই বাচ্চার খাবারের রুচি কমে যেতে পারে। কারণ দেখা যায় যে, বাচ্চা দুর্বল হয়ে যায়। বাচ্চা খেলাধুলা করে না বেশি। অসুস্থ বাচ্চাকে আমরা কখনোই জোরপূর্বক খাওয়াবো না। 

দ্বিতীয়ত আমরা তাদেরকে ভিটামিন বা অযাচিত কোনো ওষুধ খাওয়াবো না। কারণ দেখা যায় এমনিতেই সে যেই অসুখে ভুগছে তার জন্য কিছু ওষুধ তাকে খেতেই হচ্ছে। এখন আবার যদি আপনি তাকে কোনো ভিটামিন খাওয়ান যেটা তার কোনোই প্রয়োজন নেই, তাহলে তার ওষুধ সেবনের পরিমাণ বেশি হয়ে যাবে। 

সূত্র: https://www.facebook.com/share/v/1JBDSndZxq/

মুমু

×