ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ফুলবাড়ীয়ায় জাতীয় নাগরিক পার্টির প্রথম সমন্বয় কমিটি ঘোষণা

রানা মণ্ডল, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ

প্রকাশিত: ০৭:৫৯, ২ জুলাই ২০২৫

ফুলবাড়ীয়ায় জাতীয় নাগরিক পার্টির প্রথম সমন্বয় কমিটি ঘোষণা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম সমন্বয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। দলটির কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুশমাইল ইউনিয়নের বরুকা গ্রামের বাসিন্দা ও প্রয়াত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোফাজ্জল হক তারার ছেলে মুন্জুরুল হক মামুনকে প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত করা হয়েছে। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন রাঙ্গামাটিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের ইঞ্জিনিয়ার ওমর শরীফ, যিনি আব্দুল আউয়ালের ছেলে।

এছাড়া কমিটিতে আরও ৬ জনকে যুগ্ম সমন্বয়কারী এবং ২৯ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিত্ব করবেন। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমন।

নবনিযুক্ত যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার ওমর শরীফ বলেন, “বর্তমানে দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশায় আছে। ফুলবাড়িয়াতেও আমরা এনসিপিকে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছি। উপজেলার ১৩টি ইউনিয়নে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং শাপলা প্রতীককে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, এই প্রথম কমিটির মাধ্যমে ফুলবাড়িয়ায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটি এখন মাঠে সক্রিয় রয়েছে।

এম.কে.

×