
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ বাহারুল আলম বরিশালে আগমন উপলক্ষে নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সফরকালে নিরাপত্তায় দায়িত্ব পালন করেন।
বুধবার সকালে তিনি বিমানযোগে বরিশালে পৌঁছান। এরপর সকাল থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক ও জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।
এর আগে আইজিপি বরিশাল পুলিশ লাইন ও র্যাবের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে বিকেলে বিমানযোগে ঢাকায় ফিরে যান।
তবে এই সফরের সময় সাংবাদিকদের কোনো আমন্ত্রণ জানানো হয়নি। আইজিপির বরিশাল সফরের সংবাদ পেয়ে সাংবাদিকরা পুলিশ লাইনে গেলে তাদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি।
আইজিপি কেন সাংবাদিকদের এড়িয়ে গেলেন কিংবা তার সফরের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, এ বিষয়ে কোনো পক্ষের কাছ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
নুসরাত