ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

নরসিংদীতে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে সাংবাদিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশিত: ১৯:৩৪, ২ জুলাই ২০২৫

নরসিংদীতে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে সাংবাদিকের মৃত্যু

নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাপ্তাহিক বর্তমান যোগাযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং শিবপুরের দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম (৪৫) বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘ ৬ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বাদ আছর শিবপুর উপজেলার কারারচর মসজিদ মাঠে তার নামাজে জানাজা শেষে লাশ গ্রামের বাড়ি মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের আসাদনগর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ এশা দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে নরসিংদী প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

মিমিয়া

×