
ছবি: সংগৃহীত
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমার মনে হয় কিছু কিছু মহল বা দল বুঝে হোক আর না বুঝে হোক, শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে। তারা চায় না দেশে নির্বাচন হোক। কারণ হাসিনা দেশে নির্বাচন হোক তা চায় না।
বুধবার দুপুরে শহরের চাষাঢ়ার নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি চাইনিজ রেস্তোরায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জেলা কমিটির উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যূত্থানের প্রথম বর্ষপূতি ও শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে। স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্রের উত্তরন মানে দেশে একটি সাধারণ নির্বাচন। গণতন্ত্রের উত্তরনের প্রশ্নে নির্বাচনের কোন বিকল্প নেই। স্বৈরতন্ত্রের পতন হলেও তো গণতন্ত্র আসবে। নির্বাচনের মাধ্যমে যে কোন দল ক্ষমতায় আসবে। দেশবাসি যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে।
শামসুজ্জামান দুদু বলেন, যারা বলছে অন্যদলকে ক্ষমতায় আনতে, পিআরসহ নানা কথা বলছেন তারা মুলত নির্বাচন চাচ্ছেন না। নির্বাচনকে ভন্ডুল করতে চাচ্ছে। নির্বাচন না হলে দেশ আবার স্বৈরতন্ত্রে ফিরে যেতে পারে বলে আশংঙ্কা প্রকাশ করেন তিনি। স্বৈরাচারের পতন ঘটালাম, দেশে গণতন্ত্র আসলো না, তবে দেশ অচল হয়ে পড়বে। দেশে দেশী-বিদেশী ব্যবসায়ীরা পুজি বিনিয়োগ করবে না। কর্মসংস্থানের সৃষ্টি হবে না।
এতে আরও বক্তব্য রাখেন- ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও শিল্পপতি আবু জাফর বাবুল সহ অনেকে।
ছামিয়া