ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

নতুন দল গঠনের ঘোষণা মাস্কের, কেন সমর্থন করেছে চীন?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৭, ৩ জুলাই ২০২৫

নতুন দল গঠনের ঘোষণা মাস্কের, কেন সমর্থন করেছে চীন?

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিলিয়নিয়ার প্রযুক্তিপ্রতিভা এলন মাস্ক ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার দ্বন্দ্ব এখন চরমে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা। তিনি বলেছেন, যদি ট্রাম্পের প্রস্তাবিত "One Big Beautiful Bill" নামের বিপুল অঙ্কের কর ও ব্যয় বিল সিনেটে পাস হয়, তবে তিনি "আমেরিকা পার্টি" নামে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবেন। বিলটি ইতোমধ্যে পাস হয়েছে, আর মাস্ক তার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছেন।

এই ঘোষণার পরপরই চীনা সামাজিক যোগাযোগমাধ্যম Weibo-তে #MuskWantsToBuildAnAmericaParty হ্যাশট্যাগটি ভাইরাল হয়ে পড়ে এবং ৩৭ মিলিয়নের বেশি ভিউ পায়। চীনা জনগণ এলন মাস্কের প্রতি ব্যাপক সমর্থন জানায়, এক ব্যবহারকারী লিখেছেন, “ভাই মাস্ক, আমাদের একশো কোটির বেশি মানুষ তোমার পাশে আছি।”

এলন মাস্ক চীনে বেশ জনপ্রিয়। তার প্রতিষ্ঠান টেসলা চীনে ঘরোয়া ব্র্যান্ডগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করে যাচ্ছে, যা অন্য কোনো পশ্চিমা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান করতে পারেনি। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং তার মা মায়ে মাস্কও চীনে পরিচিত মুখ। এছাড়া, চীনা পাঠকদের মধ্যে মাস্ক ও স্টিভ জবসের জীবনভিত্তিক বইগুলো ব্যাপকভাবে বিক্রি হয়েছে।

এদিকে ট্রাম্প, যিনি চীনের ওপর সবচেয়ে আগ্রাসী বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন, মাস্ককে কটাক্ষ করে বলেন, "সাবসিডি না পেলে মাস্ককে দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়ে ব্যবসা গুটাতে হবে।" মাস্ক দ্রুত জবাব দেন, "আমি বলছি—সব সাবসিডি বন্ধ করো, এখনই।"

মাস্ক এই বিলকে ‘পাগলামি’ আখ্যা দিয়েছেন এবং বলেন, এতে আমেরিকার জাতীয় ঋণ ৩.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পাবে। সেইসঙ্গে তিনি অভিযোগ তোলেন, ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে তার জেফ্রি এপস্টেইনের (যিনি যৌন অপরাধের দায়ে অভিযুক্ত ছিলেন) সঙ্গে সংযোগ গোপন করেছে। এমনকি তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের কথাও বলেন।

সাম্প্রতিক এই পরিস্থিতি স্পষ্ট করেছে যে, চীন-মার্কিন রাজনৈতিক দ্বন্দ্বের ভেতরেও প্রযুক্তি ব্যক্তিত্বরা কেমনভাবে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। মাস্কের রাজনৈতিক পদক্ষেপ, তার প্রযুক্তিভিত্তিক নেতৃত্ব, এবং চীনের সমর্থন আমেরিকার রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে।

মুমু ২

×