ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

রায়পুরায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ১

নিজস্ব সংবাদদাতা, রায়পুরা, নরসিংদী

প্রকাশিত: ১৯:৫১, ২ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৫৫, ২ জুলাই ২০২৫

রায়পুরায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ১

নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ট্রেড লাইসেন্স নিতে এসে শাহীন (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীর কক্ষে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন ট্রেড লাইসেন্সের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন। হঠাৎই একদল দুর্বৃত্ত এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ সাংবাদিকদের বলেন, “ঘটনার তদন্ত চলছে। আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। সে এখন পুলিশ হেফাজতে আছে।”

মিমিয়া

×