
অপি করিম
জনপ্রিয় অভিনেত্রী অপি করিম এখন আর আগের মতো অভিনয়ে নেই। তবে ঈদে এবার ‘উৎসব’ সিনেমা নিয়ে দর্শকের সঙ্গে ছিলেন তিনি। এরমধ্যে একটি বিজ্ঞাপনেরও শূটিং করেছেন তিনি। সম্প্রতি এ অভিনেত্রী ‘ফরন রেফ্রিজারেন্ট গ্যাস’র একটি বিজ্ঞাপনের শূটিং শেষ করেছেন বলে জানান নির্মাতা সাগর জাহান। অপির সঙ্গে এ বিজ্ঞাপনে আরও আছেন জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল।
এতে অপি করিমকে দেখা যাবে পাভেলের বসের ভূমিকায়। দুজনের একসঙ্গে এটিই প্রথম কাজ। এদিকে, এ মাসে অপি করিমকে সাগর জাহানের পরিকল্পনায় আরও একটি বিজ্ঞাপনে কাজ করতে দেখা গেছে। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
প্যানেল