ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারাই ঠিক করবে: ফারুক

প্রকাশিত: ১৪:০৯, ১৬ মে ২০২৫

নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারাই ঠিক করবে: ফারুক

ছ‌বি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “কানের কাছে কারা গুনগুন করছেন, কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না—এই সব নিয়ে নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে। এগুলো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো নির্বাচন আয়োজন করা। এসব করে কোনো দেশেরই মঙ্গল হয় না।”

তিনি বলেন, “আজ পত্রিকায় দেখলাম, ১০১ জন ডিসি-এসপির নাম প্রকাশ হয়েছে—যারা হাসিনার আমলে আমাকে ও আপনাকে ভোট দিতে দেয়নি। খালি নাম প্রকাশ হলে চলবে না।”

ফারুক আরও বলেন, “আমার ছোট্ট ২৫ বছরের সন্তানকে যখন সোহরাওয়ার্দী উদ্যানের সামনে গুলি করে ও ছুরিকাঘাতে মেরে ফেলা হয়, তখন একটা তদন্ত কমিটি করা হয়েছিল। আব্দুল হামিদ (সাবেক রাষ্ট্রপতি) চলে গেছেন, এখন তদন্ত কমিটি করেও লাভ নেই। তদন্ত কমিটি করে কি আব্দুল হামিদকে ফিরিয়ে আনতে পারবেন? কোনোদিনও পারবেন না।”

তিনি আরও বলেন, “তার আগেই প্রস্তুতি নেওয়া উচিত ছিল। এখন আপনার দায়িত্ব হলো, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা হাসিনার বিরুদ্ধে ১৬ বছর ধরে আন্দোলন করেছে—সেই জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=PYIuYwvTzEw

এএইচএ

×