ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

পেহেলগাম নিয়ে যে মন্তব্য করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সোনু নিগম

প্রকাশিত: ০৮:৫১, ১৬ মে ২০২৫

পেহেলগাম নিয়ে যে মন্তব্য করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সোনু নিগম

ছ‌বি: সংগৃহীত

‘কন্নাড়’ ভাষা সংক্রান্ত মন্তব্যের জেরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে কিছুটা স্বস্তি পেলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। কর্ণাটক হাইকোর্ট জানিয়েছে, গায়ক তদন্তে সহযোগিতা করলে রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো জোরপূর্বক ব্যবস্থা নেবে না বলে আশ্বাস দিয়েছে।

সোনু নিগম হাইকোর্টের শরণাপন্ন হয়ে তার বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করার আবেদন জানান। গত মাসে বেঙ্গালুরুতে এক কনসার্টে মন্তব্য করার পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

সেই অনুষ্ঠানে সোনু নিগম বলেন, “এক ছাত্র আমাকে অশালীনভাবে হুমকি দিয়ে বলেছে কন্নাড় গান গাইতে।” ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি বলেন, “আমার ক্যারিয়ারে আমি অনেক ভাষায় গান গেয়েছি, কিন্তু সবচেয়ে ভালো গান গেয়েছি কন্নাড় ভাষায়। আমরা অনেক জায়গায় অনুষ্ঠান করি, কিন্তু কর্ণাটকে এলেই শ্রদ্ধা নিয়ে আসি। আপনারা আমাকে পরিবারের মতো ভালবাসা দিয়েছেন। কিন্তু যখন ওই ছেলেটি, যে আমার ক্যারিয়ারের অর্ধেক বয়সেরও না, আমাকে রূঢ়ভাবে কন্নাড় গান গাইতে হুমকি দিল—তা ভালো লাগেনি।” তিনি আরও বলেন, “এই ধরনের আচরণ থেকেই পেহেলগামের মতো হামলার ঘটনা ঘটে।”

এই মন্তব্য ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স সোনু নিগমের বিরুদ্ধে ‘সহযোগিতা না করার’ ঘোষণা দেয় এবং জানায়, যতক্ষণ না তিনি প্রকাশ্যে ক্ষমা চান, এই অবস্থা চলবে।

প্রো-কন্নাড় গোষ্ঠী কর্ণাটক রক্ষণা বেদিকের নেতা ধর্মরাজ এ গায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সোনু নিগমের বিরুদ্ধে শান্তি বিঘ্নের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান ও জনসাধারণকে উস্কানির অভিযোগে এফআইআর রুজু করে।

এফআইআরে বলা হয়, গায়কের মন্তব্য ‘আবেগগতভাবে উস্কানিমূলক’ এবং কন্নাড় জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত করেছে।

বেঙ্গালুরু রুরাল জেলার পুলিশ সুপার সি কে বাবা বলেন, “কোনো ভাবেই কন্নাড় গানের অনুরোধের সঙ্গে কাশ্মীরের পেহেলগাম হামলার তুলনা চলে না। তবুও তিনি এমন মন্তব্য করেছেন যা কন্নাড়দের অনুভূতিকে আহত করেছে। সে কারণেই মামলা নেওয়া হয়েছে।”

পরবর্তীতে সোনু নিগম প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন, “স্যরি কর্ণাটক। আমার ভালোবাসা তোমাদের প্রতি আমার অহংকারের চেয়েও বড়। চিরকাল ভালোবাসবো।”

এর আগে তিনি আরও বলেন, “আমি এমন কোনো তরুণ নই যে কারও অপমান সহ্য করবো। আমি ৫১ বছরের একজন মানুষ, জীবনের দ্বিতীয়ার্ধে প্রবেশ করেছি, এবং আমার পুরো ক্যারিয়ারের বয়সের ছেলের মতো কেউ আমাকে হাজার হাজার মানুষের সামনে হুমকি দেবে—তা মেনে নেওয়া যায় না। ভাষা নিয়েও নয়, কারণ কন্নাড় তো আমার কাজের ক্ষেত্রে দ্বিতীয় ভাষা।”

 

সূত্র: https://www.ndtv.com/india-news/singer-sonu-nigam-gets-karnataka-high-court-relief-in-pahalgam-remark-row-8420959

এএইচএ

×