ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

টিকটক লাইভ চলাকালীন যেভাবে গুলি করে হত্যা করা হলো এই তরুণীকে (দেখুন ভিডিওসহ)

প্রকাশিত: ১১:৩৯, ১৫ মে ২০২৫; আপডেট: ১১:৪১, ১৫ মে ২০২৫

টিকটক লাইভ চলাকালীন যেভাবে গুলি করে হত্যা করা হলো এই তরুণীকে (দেখুন ভিডিওসহ)

ছবি: সংগৃহীত।

মেক্সিকোতে এক মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন ২৩ বছর বয়সী বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজ। টিকটকে লাইভস্ট্রিম চলাকালীনই তাকে গুলি করে হত্যা করা হয়। 

ভ্যালেরিয়া জাপোপান শহরের একটি বিউটি পার্লারে কাজ করতেন। মঙ্গলবার, এক ব্যক্তি পার্লারে ঢুকে তাকে গুলি করে। ঘটনার কয়েক সেকেন্ড আগে তিনি টিকটকে একটি লাইভে ছিলেন এবং বলেন, “ওরা আসছে।” এরপর পেছন থেকে কেউ তাকে ডেকে বলে, “হে, ভালে?” তিনি “হ্যাঁ” বলে সাড়া দিয়ে অডিও মিউট করেন। কিছুক্ষণের মধ্যেই গুলির শব্দ শোনা যায় এবং লাইভ ভিডিওটি শেষ হয়ে যায়।

স্থানীয় প্রসিকিউটর জানিয়েছেন, ঘটনাটি ‘ফেমিসাইড’ বা নারী হওয়ার কারণে হত্যার প্রেক্ষাপটে তদন্ত করা হচ্ছে। মেক্সিকোতে এমন হত্যাকাণ্ড প্রায়ই ঘটে, যেখানে নারীদের প্রতি যৌন সহিংসতা, মানসিক নির্যাতন বা সম্পর্কজনিত বিরোধ জড়িত থাকে।

ভ্যালেরিয়ার প্রায় ২ লক্ষ অনুসারী ছিল টিকটক ও ইনস্টাগ্রামে। লাইভে তিনি আরও জানান, তার অনুপস্থিতে কেউ পার্লারে এসে একটি দামি উপহার রেখে গেছে, যা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন।

জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে মেক্সিকোসহ চারটি দেশ ল্যাটিন আমেরিকায় নারীর প্রতি সহিংসতা বা ফেমিসাইডের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে।

মেক্সিকোর জালিস্কো রাজ্যেও নারী হত্যা ও সহিংসতার হার ক্রমেই বাড়ছে। ভ্যালেরিয়ার এই হত্যাকাণ্ড মেক্সিকোতে নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ভিডিও লিংক: https://www.reuters.com/video/watch/idRW426915052025RP1/

নুসরাত

×