ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নেত্রকোনায় মহাদেও নদী থেকে ৭ ট্রাক বালু জব্দ

সঞ্জয় সরকার,নিজস্ব সংবাদদাতা,নেত্রকোনা

প্রকাশিত: ১৭:৫০, ১৫ মে ২০২৫

নেত্রকোনায় মহাদেও নদী থেকে ৭ ট্রাক বালু জব্দ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রির উদ্দেশে অন্যত্র পাচারের সময় সাত ট্রাক বালু জব্দ করে প্রশাসনের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনসাধারণ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু তোলা ও ব্যবসায় জড়িত ছয়জনকে ৩ লাখ টাকা জরিমানা এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াাসীমা নাহাত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন : খাইরুল ইসলাম, মিজানুর রহমান, রুবেল মিয়া, আমিনুল ইসলাম, আজিজুল হক, সাকিল মিয়া ও নিজাম উদ্দিন। এদের বাড়ি কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামে। 

জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে মহাদেও নদী থেকে বালু তুলে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। বৃহস্পতিবার সকালে চক্রটি সাতটি ড্রামট্রাক ভরে বালু অন্যত্র পাচার করছিল।

এ সময় স্থানীয় জনসাধারণ ট্রাকগুলো জব্দ করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বালুবোঝাই সাতটি ড্রামট্রাক নিজ হেফাজতে নেয়। এ সময় সাতজনকে আটকও করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ছয়জনকে ৩ লাখ টাকা জরিমানা এবং আরেকজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জব্দ করা বালুর পরিমাণ ১ হাজার ৪শ ঘনফুট। উপজেলা নির্বাহী অফিসার ও থানা কর্তৃপক্ষ বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। 

সাব্বির

×