ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নারায়ণগঞ্জে চাল ব্যবসায়ী হত্যা মামলায় ২ আসামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০৬, ১৫ মে ২০২৫

নারায়ণগঞ্জে চাল ব্যবসায়ী হত্যা মামলায় ২ আসামীর মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চাল ব্যবসায়ী নুরুল হক হত্যা মামলায় ২ আসামীর মৃত্যুদণ্ড ও ৮ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল হক এই রায় ঘোষণা করেন।

এ সময় দুইজন ছাড়া দণ্ডপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন মিলন (৪৯) ও সজিব (৪১)। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আলম, জুবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল, লস্কর আহমেদ জীবন ও রহমত আলী। এদের মধ্যে লস্কর আহমেদ জীবন ও রহমত আলী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় জনকণ্ঠের এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, ব্যবসায়ী নুরুল হক হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদন্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড  আদেশ দিয়েছেন আদালত। আদালত সুত্রে জানা যায়, ২০০৯ সালের ২০ আগষ্ট রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামের একটি রাইস মিলের মালিক চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লালকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ নয় জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। দীর্ঘদিন এ মামলাটি বিচারিক আদালতে চলমান অবস্থায় সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করে আদালত। রায়ে দুই জনের মৃত্যুদন্ড ও ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

আসিফ

×