
ছবিঃ জনকণ্ঠ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌরসভার বলদাখাল গ্রামে অভিযান চালিয়ে মোঃ হাবিবুর রহমান ও সিহাব আহম্মেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী৷
বুধবার(১৫ মে)দুপুরে গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়৷
মঙ্গলবার(১৪ মে) দিবাগত ভোর ৫টায় উপজেলার পৌরসভার বলদাখাল গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে মোঃ হাবিবুর রাহমান ও তার সহযোগী মোঃ সিহাব আহম্মদকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও দাউদকান্দি মডেল থানা পুলিশ৷এ সময় হাবিবুর ও সিহাবের দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা ও ফেনন্সিডিল উদ্ধার করা হয়৷
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)জুনায়েত চৌধুরি৷
গ্রেপ্তারকৃত মোঃ হাবিবুর রহমান(৩০)পৌরসভার ৫নং ওয়ার্ডের বলদাখাল গ্রামের মৃত হুমায়ন কবিরের ছেলে৷অপর গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ সিহাব আহম্মেদ(২২)সে ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার বালুরচর(দক্ষিণ পাড়া)গ্রামের মোঃ আজিজের ছেলে৷ সিহাব বর্তমানে পৌরসভার ৬নং ওয়ার্ডের দোনারচর গ্রামের চৌধুরি বাড়িতে বসবাস করে৷
মডেল থানার ওসি জুনায়েত চৌধুরি জানান,
গোপন সংবাদের ভিত্তিতে বলদাখাল গ্রামের একটি বসতবাড়িতে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়৷তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বুধবার(১৫ মে)দুপুরে গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে৷
সাব্বির