
ছবি: সংগৃহীত
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর নগর ভবনের প্রধান ফটকের সামনে জড়ো হন তারা। সকাল ৯টা থেকেই দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা এসে অবস্থান নেন। এতে আশপাশের প্রধান সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।
নেতাকর্মীরা জানান, ২০২০ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে তৎকালীন নির্বাচন কমিশন।
সেই নির্বাচনের যে রেজাল্ট সেটিকে বাতিল করে একটি গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সেই গ্যাজেট অনুযায়ী বিএনপি এবং তার অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা এখানে এসেছেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=DIvxsxj3jek
এএইচএ